পাপনের টাইগারদের জন্য তিন কোটি টাকার বোনাস ঘোষণা
নিউজ ডেস্ক:
|
প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের পুরষ্কার হিসেবে তিন কোটি টাকা বোনাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার (২৩ মার্চ) বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির নতুন চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ওয়ানডে স্কোয়াডের প্রত্যেক সদস্যই পাবেন এই বোনাসের ভাগ। সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েন তাসকিন-তামিমরা। তাদের এই জয়ের পর পরই আসে এই ঘোষণা।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর সিরিজ জয় হাতছানিই দিচ্ছিল বাংলাদেশকে। তবে পরের ম্যাচে প্রোটিয়ারা ঘুরে দাড়ালে তৃতীয় ওয়ানডে অলিখিত ফাইনালের মতোই দাড়ায়। সেই ম্যাচে তাসকিনসহ বোলারদের দূর্দান্ত বোলিং তোপের পর তামিম-লিটনের ব্যাটিং নৈপূন্যে ৯ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে টাইগাররা। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |