ঢাবি ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ হামলা ছাত্রদলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রকাশঃ সাদ্দাম
নিউজ ডেস্ক:
|
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেছেন, 'মঙ্গলবার যে ঘটনা ঘটেছে, তা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমি মনে করি, ছাত্রদলের কমিটি গঠন নিয়ে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে। এটা সেটারই বহিঃপ্রকাশ। এর সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই।' বুধবার দুপুরে সমকালকে তিনি এসব কথা বলেন। সাদ্দাম হোসেন বলেন, 'ছাত্রলীগ শিক্ষার্থীদের আবাসন সমস্যা ও সংকট নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৩০ দফা দাবি উত্থাপন করেছে। আমরা উপাচার্যের সঙ্গে শিক্ষার্থীদের স্বার্থ-সংশ্লিষ্ট এসব দাবি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। উপাচার্য আমাদের দাবির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। দাবিগুলো তুলে ধরার পুরোটা সময় আমাদের সব নেতাকর্মী উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এ সময় ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটেছে, তা মোটেই কাম্য নয়। ছাত্রদল একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত। তারা সাংগঠনিক কর্মকাণ্ডের নামে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে থাকে।' তিনি বলেন, 'অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই ছাত্রদল মহান শিক্ষা দিবসে শ্রদ্ধা নিবেদন করতে যায়নি। কারণ তারা ধরেই নিয়েছিল, শ্রদ্ধা নিবেদন করতে গেলে প্রকাশ্যে নিজেদের মধ্যে সংঘাত হতে পারে।' বিভিন্ন গণমাধ্যমের সংবাদে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় সংশ্লিষ্টতা পাওয়া গেছে- এ বিষয়ে তিনি বলেন, 'আমাদের নেতাকর্মীরা উপাচার্য কার্যালয়ের সামনে ছিলেন। এই ঘটনায় ছাত্রলীগের কোনো নেতাকর্মীর সংশ্নিষ্টতার সুযোগ নেই। সাদ্দাম বলেন, 'ছাত্র সংগঠনের যে চরিত্র থাকা প্রয়োজন, অনেক আগেই ছাত্রদল তা হারিয়েছে। যুদ্ধাপরাধী এবং মৌলবাদীদের সঙ্গে এই সংগঠনটি সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন সংগ্রাম করেছে।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |