ঢাবির জগন্নাথ হলের নিজ কক্ষ শিক্ষার্থীর মৃত্যু
নিউজ ডেস্ক:
|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের নিজ কক্ষ থেকে উদ্ধার হওয়া শিক্ষার্থী অমিত সরকারের (২৭) মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবার ময়নাতদন্ত করতে না চাওয়ায় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ হলের নিজ কক্ষ থেকে অমিত সরকারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বন্ধু রাজিব জানান, অমিত সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। জগন্নাথ হলের ৪০১১ নম্বর কক্ষে নিজের সিটে গত রাত দুইটার দিকে ঘুমিয়ে পড়েন তিনি। আজ সকাল সাড়ে দশটার দিকে নাস্তা করার জন্য ডাকতে গেলে তাকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার বালিয়াঘাট গ্রামে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা জাগো নিউজকে বলেন, অমিত রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলেন। সকালে তার বন্ধুরা তাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকলে কোনো সাড়া দেননি। অনেক চেষ্টা করেও তাকে তুলতে না পেরে দ্রুত হাসপাতালে নিয়ে এসে এবং আমাকে জানানো হয়। চিকিৎসক সবকিছু পরীক্ষা করে জানান, অমিত ঘুমের মধ্যেই মারা গেছেন। তার এ অকাল মৃত্যুতে জগন্নাথ হল পরিবার শোকাহত।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |