বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

টস হেরে মাঠে নামছে কলকাতা
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৫ রাত | অনলাইন সংস্করণ
টস হেরে ফিল্ডিং পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দলের একাদশে নেই ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার জায়গায় খেলছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। টস জিতে বিরাট কোহলি বলেছেন, আমরা আগে ব্যাট করব। মনে হচ্ছে পিচ ভালো হবে। এই ম্যাচটা আমাদের জন্য স্পেশাল। কারণ আমরা বলেছিলাম, এটি আমাদের কোভিড-১৯ যোদ্ধাদের জন্য। ইয়ন মরগ্যান বলেন, আগে যেমন খেলেছি এবার তার থেকে ব্যতিক্রম কিছু করতে চাই। যদিও এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং। কিন্তু এখানে ফিরতে পেরে আমরা খুশি। দুদলের সবশেষ দেখায় বিরাট কোহলির দল ৩৮ রানের জয় পেয়েছিল, তাদের সংগ্রহ ছিল ২০৪ রান। সব মিলিয়ে ২৬ ম্যাচের মধ্যে বিরাট কোহলিদের ১৪ ম্যাচে, কলকাতা নাইট রাইডার্স জিতেছে ১২ ম্যাচে। কোহলির আরসিবি এই ম্যাচে বিশেষ নীল জার্সি পরে খেলবে। কোভিড-যোদ্ধাদের সম্মান জানাতে পিপিই কিটের রঙে এই জার্সি তৈরি করা হয়েছে। পয়েন্ট টেবিলে এখন খুব ভালো অবস্থায় নেই কলকাতা। ৭ ম্যাচে ২ জয় নিয়ে তারা আছে টেবিলের ৭ম স্থানে। প্লে অফে খেলার জন্য বাকি ৭ ম্যাচে অন্তত ৫টা জিততেই হবে শাহরুখ খানের দলকে। রেকর্ড অর্থ দিয়ে প্যাট কামিন্সকে দলে নিলেও আরব আমিরাত পর্বে তাকে পাবে না কেকেআর। তার পরিবর্তে টিম সাউদির সার্ভিস নিশ্চিত করেছে আসরের দুবারের চ্যাম্পিয়নরা। কেকেআর একাদশ : নিতিশ রানা, শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, ইয়ন মরগান (অধিনায়ক), দিনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, প্রসিদ কৃষ্ণা ও ভেনকাটেশ আয়ার। আরসিবি একাদশ : বিরাট কোহলি (অধিনায়ক), দেবদূত পাডিকল, শ্রিকর ভারত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, কাইল জেমিসন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল ও শচিন ব্যাবি। রাজনীতি/কেএস
« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ