শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

জয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল পর্তুগাল
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৫ মার্চ ২০২২, ১০:৫৮ রাত | অনলাইন সংস্করণ

বিশ্বকাপে খেলতে হলে পর্তুগালের জন্য ম্যাচটা ছিল বাঁচা-মরার। তুরস্কের বিপক্ষে হারলে বাদ পড়তে হতো বাছাই পর্ব থেকেই। তবে সেটা হয়নি শেষ পর্যন্ত। ঘরের মাঠে প্রতিপক্ষকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল সাবেক ইউরো চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার পোর্তয় অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই তুরস্ককে চাপে রাখে পর্তুগিজরা। গোটা ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রাখে স্বাগতিকরা। তার সুফল পায় ১৫ মিনিটের মাথায়। ডি বক্সের বাইরে থাকা বের্বার্দো সিলভার শট গোল পোস্টের বারে লেগে ফেরার পথে ফিরতি শটে গোল করেন ওতাভিও।

পরের গোলেও দারুন অবদান রাখেন ওতাভিও। ৪২ মিনিটের মাথায় জটা ক্রস হেডে ব্যবধান বাড়ান ২-০। প্রথমার্ধে পিছিয়ে পড়া তুরস্ক দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ব্যবধান কমিয়ে আছে ইলমাজের করা গোলে।

এরপর নির্ধারিত সময় শেষ হবার মিনিট পাঁচ আগে পেনাল্টি পেয়েও হতাশ করেন তুরস্কের ইলমাজ। স্পট কিক নিলে বল চলে যায় গোল বারের উপর দিয়ে। তবে সেসব শঙ্কা দূর হয়ে যায় ম্যাচের অতিরিক্ত সময়ের চার মিনিটের মাথায়।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রাফায়েল লিয়াওয়ের থ্রু থেকে আসা বল তুরস্কের জালে প্রবেশ করান নুনেস। এই জয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল পর্তুগাল। অন্য ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারিয়ে প্লে-অফ ফাইনালে ওঠা নর্থ ম্যাসিডোনিয়াকে আগামী মঙ্গলবার হারাতে পারলেই বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেয়ে যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ