জয়পুরহাটে জাল টাকাসহ দুইজন আটক ২
নিউজ ডেস্ক:
|
জয়পুরহাটের ক্ষেতলালে মুদিদোকানির নিকট জাল টাকা ভাঙাতে যাওয়া দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ মার্চ) বিকেল ৪টায় উপজেলার থানা বাজারে এ ঘটনা ঘটে। থানা বাজারের মুদিদোকানি আক্কাছ আলীর নিকট জাল টাকা ভাঙানোর সময় তিনি বুঝতে পেরে স্থানীয় দুই ব্যক্তি পৌর এলাকার মাহবুব আলম মানিক ও অটো মেকানিক পিয়াসের নিকট বিষয়টি জানালে তারা কৌশলে তাদের আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ক্ষেতলাল থানার এসআই রবিউল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে জাল টাকাসহ ওই দুইজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে ১৯টি এক হাজার টাকার জাল নোট এবং আসল চৌদ্দ হাজার ৬০০ টাকা উদ্ধার করে পুলিশ। আটকৃতরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহ্ আলম (৪০) ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার পানাতি পাড়া গ্রামের নিজান উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৩৫) এবং স্থানীয় ওই দুইজন (মাহবুব আলম মানিক ও পিয়াসকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন ইয়াজদানী বলেন, উদ্ধারকৃত জাল নোট পরীক্ষা-নীরিক্ষা শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।৷ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |