রবিবার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

জিয়া ১২০০ সামরিক কর্মকর্তা হত্যায় জড়িত : হানিফ
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ০৩ অক্টোবর ২০২১, ০৮:১৮ রাত | অনলাইন সংস্করণ

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, '১৯৭৭ সালে বিনা কারণে সামরিক বাহিনীর ১২০০ জনকে ফাঁসি দিয়ে হত্যা করেছিলেন জিয়াউর রহমান। তা ছিল অত্যন্ত মর্মান্তিক। এই সেনাদের পরিবাররা জিয়াউর রহমানের মরণোত্তর যে বিচার দাবি করছেন, তা যৌক্তিক। অথচ সেদিন জিয়াউর রহমান জাপান এয়ারলাইন্স বিমান ছিনতাইয়ের ঘটনায় মিথ্যা মামলা দিয়ে তাদের সামরিক আদালতে ফাঁসি কার্যকর করেছিলেন। যা ছিল গণহত্যার শামিল।'

রবিবার (৩ অক্টোবর) বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হানিফ আরো বলেন, সেদিন জাপান এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই হয়েছিল। কিন্তু এটির সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক ছিল না। জিয়া তার ক্ষমতা পাকাপোক্ত করার জন্যই গণহত্যার এই জঘন্য কাজটি করেছিলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের ইতিহাসে রেকর্ড নেই বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসা। যারা এই প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে। তারাই বলছে আওয়ামী লীগ এভাবে ক্ষমতায় থাকবে। অথচ এই প্রক্রিয়ায় বিএনপির জিয়া এবং তার দল ক্ষমতায় এসেছিল। আজও সেইভাবে ক্ষমতায় আসার চেষ্টা করছে। ২০০৬ সালে বিএনপি দলের তাদের রাষ্ট্রপতিকে দিয়ে আবারও অবৈধভাবে ক্ষমতা দখল করতে চেয়েছিল। কিন্তু জনতার রোষানলে তা করতে ব্যর্থ হয় তারা।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন মাহবুব-উল আলম হানিফ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল প্রমুখ।

এর আগে, শনিবার চাঁদপুর স্টেডিয়ামে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানেও প্রধান অতিথি ছিলেন হানিফ।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ