বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় পার্টি আওয়ামী লীগের বি-টিম নয়ঃ জিএম কাদের
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৭ রাত | অনলাইন সংস্করণ
জাতীয় পার্টি আওয়ামী লীগের বি-টিম নয়ঃ  জিএম কাদের

ছবি । সংগৃহীত

জাতীয় পার্টি (জাপা)-এর চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, তার দল কখনোই আওয়ামী লীগ এর বি-টিম নয়। আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান এ কথা বলেন।

নির্বাচনের নামে প্রহসন চলছে জানিয়ে জিএম কাদের বলেন, প্রজাতন্ত্রের মালিক হচ্ছেন দেশের সাধারণ মানুষ। অথচ তারা ইচ্ছামত প্রতিনিধি নির্বাচন করতে পারছেন না, এমনকি পছন্দমতো না হলে প্রতিনিধি পরিবর্তনেও তারা আজ অপারগ। প্রতিনিধিদের সরকার পরিচালনায় জনগণের ইচ্ছা-অনিচ্ছার প্রতিফলন দৃশ্যমান নয়। এক কথায় জনগণ মালিক বা দেশ যে প্রজাতন্ত্র তা বাস্তবে অনুপস্থিত। দেশের উপর সাধারণ জনগণের মালিকানা স্বত্ত্ব ছিনতাই হয়ে গেছে।

জাতীয় পার্টি আওয়ামী লীগের বি-টিম নয়: জিএম কাদের

এদিন দুপুরে জাপা চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলতাফুর রহমান-এর নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতাকর্মী জাপাতে যোগ দেন।

এর আগে সকালে জাপার প্রেসিডিয়ামের সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে জিএম কাদের-কে বিরোধীদলীয় নেতা করতে সংসদীয় দলের সভার প্রস্তাবনার প্রতি সমর্থন জানান প্রেসিডিয়াম সদস্যরা।

সভায় সিদ্ধান্ত হয়ে যে, জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সঙ্গে কেউ হাত মেলালে সে যে লেভেলের নেতাই হোক, তাকে দলের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করা হবে।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ