বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

জনগণের জোয়ারে কোনো শক্তি বাধা হতে পারে নাঃ আমীর খসরু
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর ২০২২, ০১:৩৮ রাত | অনলাইন সংস্করণ
জনগণের জোয়ারে কোনো শক্তি বাধা হতে পারে নাঃ আমীর খসরু

ছবি । সংগৃহীত

জনগণের জোয়ারে কোনো শক্তি বাধা হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের লাখো জনতার গণসমাবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হবে ইনশাল্লাহ। আমরা কোনো ধরনের ফাঁদে পা দেবো না। অনেকে চেষ্টা করবে এদিক সেদিক বিশৃঙ্খলা করার, আমাদের শক্তি ক্ষয় করার জন্য অনেক কিছু করবে, অনেক গুজব ছড়াবে। এতে কর্ণপাত করবেন না, ধৈর্য ধরবেন। পূর্ণমাত্রার ধৈর্য ধরতে হবে।

চট্টগ্রামে বিএনপির গণসমাবেশ বাংলাদেশের আন্দোলনের মাইলফলক হয়ে থাকবে বলে জানান তিনি। আমীর খসরু বলেন, আমাদের নেতাকর্মীরা উজ্জীবিত, যার যার এলাকায় সবাই মাঠে আছে, এটাকে সফল করার জন্য। জনগণের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা, আগ্রহ দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে যে আশা জেগেছে, যে ক্ষোভ জেগেছে, সেটাকে পূরণ করার জন্য, চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ পলোগ্রাউন্ড আমরা বেছে নিয়েছি।

তিনি আরও বলেন, দেশে বিদেশে প্রমাণ হয়েছে আমরা খুব সুন্দর শান্তিপূর্ণভাবে সমাবেশ করছি। আমাদের নেতৃত্ব থেকে পরিষ্কারভাবে বলা আছে, প্রত্যেকটি কর্মসূচি শান্তিপূর্ণ হবে। এর একটাই কারণ, জনগণের ওপর আস্থা রেখে বিএনপি রাজনীতি করে। জনগণ আমাদের সঙ্গে আছে।

আওয়ামী লীগকে সরকারি দল মনে করেন না উল্লেখ করে আমীর খসরু বলেন, আওয়ামী লীগকে সরকারি দল আমি বলি না। রেজিমের অংশ হচ্ছে আওয়ামী লীগ। তারা বুঝতে পেরেছে জনগণ জেগে উঠেছে, জনগণ তাদের সঙ্গে নেই। জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা আর রাজনৈতিক দল হিসেবে কাজ করতে পারছে না। এখন তাদের মধ্যে বিএনপির সমাবেশকে বাধাগ্রস্ত করার চিন্তা-ভাবনা আছে।

দেশের মানুষ অস্বস্তিকর পরিবেশে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল, গ্যাস, বিদ্যুৎসহ সাধারণ মানুষের জীবনযাত্রার মান নিম্নপর্যায়ে চলে গেছে। ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। দেশের একটি বড় জনগোষ্ঠী দু’বেলা খেতে পারছে না। টিসিবির গাড়ি থেকে পণ্য নেওয়ার জন্য আমরা যে লাইন দেখছি, এটা অভাবনীয়।

খসরু বলেন, নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা তো এই সরকারের অধীনে নির্বাচনে যাবো না। নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে। যতক্ষণ পর্যন্ত সেই নির্বাচন কমিশন না আসে, ততক্ষণ পর্যন্ত অবৈধ সরকার, অবৈধ নির্বাচন কমিশন নিয়ে আমরা কোনো মন্তব্য করতে রাজি নই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, মীর মোহাম্মদ নাসির উদ্দীন, চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন প্রমুখ।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ