চ্যাম্পিয়ন্স লিগে আরও একটি রেকর্ড গড়লেন লিওনেল মেসি
নিউজ ডেস্ক:
|
চ্যাম্পিয়ন্স লিগে আরও একটি রেকর্ড গড়লেন লিওনেল মেসি। কিন্তু হোঁচট খেলো প্যারিস সেন্ট জার্মেই। বুধবার লিসবনের এস্তাদিও দা লুজে বেনফিকার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসি জায়ান্টরা। কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের যোগসাজশে পাওয়া বল নিয়ে বক্সের প্রান্ত থেকে বাঁ পায়ের বাঁকানো ট্রেডমার্ক শটে ২২ মিনিটে গোল করেন মেসি। তাতে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ৪০টি ক্লাবের বিপক্ষে গোল করলেন আর্জেন্টাইন তারকা। আগের রেকর্ডধারী ক্রিস্টিয়ানো রোনালদো ৩৮টি ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে গোল করেন। ইউরোপ সেরার প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা এখনও পর্তুগিজ তারকা (১৪০), বেনফিকার জালে বল পাঠিয়ে সেই ব্যবধান ১৩-তে নামালেন মেসি (১২৭)। অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি পিএসজি। ৪১তম মিনিটে এনজো ফের্নান্দেজের বাঁকানো ক্রস আটকাতে গিয়ে নিজের দলের জালে বল জড়ান পিএসজি ডিফেন্ডার দানিলো। আত্মঘাতী গোলে পয়েন্ট হারাতে হয় পিএসজিকে।এই ড্রয়ে পিএসজি ও বেনফিকার সমান ৭ পয়েন্ট। গোল ব্যবধানে শীর্ষে ফরাসি জায়ান্টরা।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |