শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

চেলসিকে হারাল জুভেন্টাস
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৬ দুপুর | অনলাইন সংস্করণ

হতাশায় মোড়া প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ১০ সেকেন্ডে প্রতিপক্ষের জালে বল পাঠাল জুভেন্টাস। ফরোয়ার্ডদের ব্যর্থতায় সেই গোল আর শোধ করা হলো না চেলসির। শিরোপাধারীদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ১-০ গোলে জিতেছে জুভেন্টাস। 

 

শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করা চেলসি ৭ম মিনিটে পায় প্রথম সুযোগ। প্রথম ম্যাচে জেনিত সেন্ট পিটার্সবুর্গের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করা রোমেলু লুকাকুর শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি। ২০তম মিনিটে প্রথমার্ধের সবচেয়ে ভালো সুযোগটা পান চিয়েসা। ডান দিক দিয়ে ডি-বক্সে ঢুকে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে শট নেন তিনি, কিন্তু পোস্টের সামান্য বাইরে দিয়ে যায় বল।

 

৩১তম মিনিটে আদ্রিওঁ রাবিওর শট উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে। বিরতির আগে চিয়াগো সিলভার শট ঠেকান ডিফেন্ডার মাটাইস ডি লিখট। প্রথমার্ধে গোলের উদ্দেশে চেলসির চার শটের একটি লক্ষ্যে ছিল। জুভেন্টাসের তিন শটের কোনোটিই লক্ষ্যে ছিল না।

 

সেই জুভেন্টাসই দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে কেউ কিছু বুঝে ওঠার আগেই গোল করে এগিয়ে যায়। ফেদেরিকো বের্নারদেস্কির পাস ডি-বক্সে পেয়ে প্রথম স্পর্শে বাঁ পায়ের শটে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন চিয়েসা।

 

৫৩তম মিনিটে আত্মঘাতী গোল করতে বসেছিলেন মানুয়েল লোকাতেল্লি, অল্পের জন্য বেঁচে যায় ইউভেন্তুস। ৬৪তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন বের্নারদেস্কি। হুয়ান কুয়াদরাদোর পাসে তার সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক, কিন্তু বাইরে মেরে বসেন ইতালিয়ান ফরোয়ার্ড।

 

৮৩তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পান লুকাকু। রস বার্কলির পাস ডি-বক্সে পেয়ে উড়িয়ে মেরে হতাশ করেন বেলজিয়ান স্ট্রাইকার। যোগ করা সময়ে কর্নারে কাই হার্ভাটজের হেড ক্রসবারের ওপর দিয়ে উড়ে গেলে হারের হতাশায় মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

 

দুই ম্যাচে শতভাগ সাফল্যে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। মালমোকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া জেনিত সেন্ট পিটার্সবুর্গেরও চেলসির সমান ৩ পয়েন্ট। মালমোর শূন্য।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ