রবিবার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

গ্যারি কারস্টেনের থেকে কি তালিম নিলেন মুমিনুল
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৬ মার্চ ২০২২, ০৬:০৪ বিকাল | অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশ এখন সাদা পোশাকে লড়াইয়ের অপেক্ষায়। ইতোমধ্যেই দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করেছেন টেস্ট দলের সদস্যরা। সাবেক প্রোটিয়া ক্রিকেটার ও খ্যাতিমান কোচ গ্যারি কারস্টেনের নিজস্ব ক্রিকেট একাডেমিতে সেই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। যাতে মাত্র তিনটি সেশন টাইগারদের সময় দিয়েছেন কারস্টেন।

তো এই প্রোটিয়া কোচের থেকে কী শিখলেন মুমিনুলরা?

 আজ শুক্রবার ডারবানে এমন প্রশ্নে মুমিনুল হক বলেন, 'দেখেন.. ক্যাম্পটা খুব ভালো ছিল। আসলে ক্যাম্পটা আপনি যেভাবে নিবেন আরকি। যাই হোক আমরা সবাই ক্যাম্পটাকে সিরিয়াসলি নিয়েছিলাম। অনেক কিছু শিখতে পারছি। সামনেই টেস্ট সিরিজ আছে। কন্ডিশনটাকে কীভাবে কাজে লাগানো যেতে পারে সে বিষয়ে জেনেছি। আর গ্যারি কার্স্টেনের কথা যদি বলেন, সে দুই-তিনদিন ছিল। আর দুই-তিন দিনে কোনো ব্যাটারের মাঝে তো বিরাট পরিবর্তন আনা সম্ভব না। কন্ডিশনটা কেমন হবে, বোলাররা কীভাবে বল করতে পারে, ব্যাটাররা কী করবে এইসব কিছু জিনিস শিখেছি। '

সদ্যই দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। যদিও ওয়ানডের মতো টেস্ট ক্রিকেটে টাইগাররা অতটা শক্তিশালী নয়। ওয়ানডে সিরিজ জয় টেস্টের জন্য টনিক হবে বলে মনে করেন মুমিনুল। ওয়ানডে সিরিজ নিয়ে তিনি বলেন, 'বাইরে থেকে দেখলে অনেক কিছুই ভালো লাগে। বিশেষ করে তামিম ভাইয়ের ব্যাটিং, সাকিব ভাইয়ের ব্যাটিং, লিটনের ব্যাটিং, তাসকিনের বোলিং খুব এনজয় করেছি। এই মোমেন্টাম অবশ্যই টেস্টে কাজে দিবে। একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে যাই, তখন সেই আত্মবিশ্বাসটা থেকে যায় বলে আমার মনে হয়। '

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ