শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

আ’লীগ ভূত না সরিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়: গয়েশ্বর
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ০৩ অক্টোবর ২০২১, ০৮:৫৫ রাত | অনলাইন সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আওয়ামী লীগ ভূত না সরিয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয়। শেখ হাসিনার সৎ সাহস থাকলে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচন দেওয়া উচিত।

 

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে ‘বাংলাদেশ ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

গয়েশ্বর চন্দ্র বলেন, তারা (আওয়ামী লীগ) একেক সময় একেক আইটেম দেয়। আমরা তার পিছে দৌড়ায়। সেটা আর হবে না। আমাদের এক দফা এক দাবি, সেটা হলো হাসিনার পদত্যাগ।

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যদি হিসাব-নিকেশ করে রাজপথে নামেন, তাহলে জনগণও আপনাদের থেকে হিসাব নেবে। দলীয় পদের কথা চিন্তা করে নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলনে নামতে হবে।

 

জাতীয়তাবাদী নাগরিক সমাজের সভাপতি শাহ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, স্বনির্ভর সম্পাদক নিলুফার চৌধুরী মনি প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ