বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

আমাদের এইভাবে যুদ্ধক্ষেত্রে অব্যাহতভাবে থাকতে হবেঃ আমীর খসরু
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২, ০২:২৪ রাত | অনলাইন সংস্করণ
আমাদের এইভাবে যুদ্ধক্ষেত্রে অব্যাহতভাবে থাকতে হবেঃ  আমীর খসরু

ছবি । সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের রাস্তায় থাকতে হবে। তাবিথ আউয়ালের হাত ভেঙেছে, মাথা ফেটেছে, কিন্তু যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে। ওতো ঘরে বসে থাকতে পারতো, কিন্তু যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে। আমাদের সকলকে এইভাবে যুদ্ধক্ষেত্রে অব্যাহতভাবে থাকতে হবে। বাংলাদেশে কোনো শক্তি নাই এর প্রতিরোধ করতে পারবে।’

আজ সোমবার বিকালে রাজধানীর মহাখালীর গাউসুল আজম জামেমসজিদ সংলগ্ন ময়দানে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তরের গুলশান জোনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, ‘মানুষ সিদ্ধান্ত নিয়ে রাস্তায় নেমেছে, রাস্তা থেকে কেউ ফিরে যাবে না। আমরা কেউ ফিরে যাব না। আমরা সবাই রাস্তায় থাকবো। তাদের পরাজিত করবো।’

তিনি বলেন, ‘বাংলাদেশ কোন পথে যাবে এট ফয়সালা হবে রাজপথে। ফয়সালা প্রায় হয়ে গেছে, এটাকে ধরে রাখতে হবে। বাংলাদেশের জনগণ রায় দিয়েছে, বর্তমান স্বৈরাচারের বিরুদ্ধে রায় দিয়েছে, বাকস্বাধীনতা হরণের বিরুদ্ধে রায় দিয়েছে, দেশের মানুষের নিরাপত্তাহীনতার বিরুদ্ধে রায় দিয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে রায় দিয়েছে, হত্যার বিরুদ্ধে রায় দিয়েছে। আমাদের তিনজনকে হত্যা করেছেন, তারা হবে আগামী দিনের বীর।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের এ আন্দোলন শুধু বিএনপির একার নয়, আমাদের এ আন্দোলন বাংলাদেশের ১৮ কোটি মানুষের আন্দোলন। আমাদের আন্দোলন অন্যান্য রাজনৈতিক দল সুধী সমাজ যারা এই আন্দোলনের সামিল হয়েছে তাদেরও আন্দোলন। এজন্য আগামী দিনে এই আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে। বিজয় হওয়ার পরে যে জাতীয় সরকারের ঘোষণা দেয়া হয়েছে তার মাধ্যমে আমরা বাংলাদেশের মেহনতের কাজ করব।’

বিএনপির উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় বিএনপির নেতা আবদুস সালাম, শামসুর রহমান শিমুল বিশ্বাস, কামরুজ্জামান রতন, সরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, সুলতানা আহমেদ, তাবিথ আউয়াল, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য দেন।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ