বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ০১ এপ্রিল ২০২২, ০৮:০৩ রাত | অনলাইন সংস্করণ

আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন উমর গুল। আগামী ৪ এপ্রিল আবুধাবিতে আফগানিস্তানের ক্যাম্পে তার যোগ দেয়ার কথা রয়েছে।
 
পাকিস্তানের এই সাবেক পেসার ক্যারিয়ারে ৪০০ এর বেশি উইকেট নিয়েছেন। তার সঙ্গে এরই মধ্যে চুক্তি স্বাক্ষর করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এর আগে পাকিস্তান সুপার লিগ, কাশ্মীর প্রিমিয়ার লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগে কোচিং করানোর অভিজ্ঞতা আছে গুলের। এবারই প্রথম কোনো জাতীয় দলের কোচিং করাতে যাচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে গুল এক বিবৃতিতে বলেছেন, ‘পিএসএল, কেপিএল, এলপিএল ও ঘরোয়া পর্যায়ে কোচিং করানোর পর একটি আন্তর্জাতিক দলকে সহযোগিতা করতে পারা আনন্দদায়ক। আমার অভিজ্ঞতা দিয়ে আফগান বোলারদের সাহায্য করতে আমি আমার সেরাটা চেষ্টাটা করব।’

দুদিন আগেই আফগানিস্তান তাদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ডের সাবেক ব্যাটার গ্রাহাম থর্পকে। আফগানিস্তানের বর্তমান ব্যস্ততা আয়ারল্যান্ড সফর নিয়ে।

এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে জুলাইয়ে আইরিশদের দেশে যাবে আফগানিস্তান। এরপর সেপ্টেম্বরে এশিয়া কাপ আর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে তারা।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ