বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

অবশেষে ক্ষমা চাইলেন ছাত্রলীগ কর্মীরা
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট ২০২২, ০৭:২৯ বিকাল | অনলাইন সংস্করণ
অবশেষে ক্ষমা চাইলেন ছাত্রলীগ কর্মীরা

ছবি । সংগৃহীত

ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার দুই নেতাকে মারধর করে অবশেষে ক্ষমা চেয়েছে ছাত্রলীগের একদল কর্মী। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে রীতিমতো সংবাদ সম্মেলন করে তাঁরা ক্ষমা চান। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার হুমকি দেওয়ার পরপরই তাঁরা নমনীয় হন। এ সময় ছাত্র অধিকার পরিষদ এবং মানবাধিকারবিষয়ক শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম 'স্টুডেন্টস অ্যাগেইনস্ট টর্চারের' (স্যাট) নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

গত শুক্রবার ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ছাত্র অধিকারের ঢাবি শাখার দপ্তর সম্পাদক আইন বিভাগের শিক্ষার্থী সালেহউদ্দিন সিফাত ও অর্থ সম্পাদক আহনাফ সাঈদ খানকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা।

মারধরে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা হলেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তানজিল তুষার, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের হেদায়েত উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইত্তেজা হোসেন রাকিব, পপুলেশন সায়েন্সেস বিভাগের আব্দুল্লাহ আল মাসুরুর রুদ্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুমন আলী ও রোকনুজ্জামান রোকন।

অভিযুক্তদের পক্ষে ইত্তেজা বলেন, 'আমাদের এক বন্ধুকে মারধর করার ভুল তথ্য পেয়ে আমরা সেখানে যাই এবং অনাকাঙ্ক্ষিতভাবে তাদের আঘাত করে বসি। এর দায় সম্পূর্ণ আমাদের, ছাত্রলীগের নয়। ছাত্রলীগ থেকে আমাদের (মারধরের) আদেশ করা হয়নি।'

স্যাটের প্রতিনিধি আনাস ইবনে মুনির বলেন, এ ঘটনায় তাঁরা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে অভিযুক্তরা সমঝোতায় আসতে চেয়েছেন। তাঁরা এটি নিয়ে অনুতপ্ত। তাই তাঁরা মামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকল। তারা তাদের ভুল বুঝতে পেরেছে এবং ক্ষমা চেয়েছে। আশা করছি, ভবিষ্যতে কোনো ছাত্রলীগ কর্মী ক্যাম্পাসের কোনো শিক্ষার্থীর ওপর নির্যাতন করবে না। আমরা চাই, ক্যাম্পাসে সব শিক্ষার্থীর সহঅবস্থান নিশ্চিত হোক।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ