অগ্রজ অনুজের সমন্বয় জরুরি : মুরাদ নূর
নিউজ ডেস্ক:
|
শিল্প- সাহিত্যে, রাজনীতিতে, ব্যবসা-বাণিজ্যে, মায়া-মমতাহীন কর্পোরেট জগতে, সংস্কৃতি অঙ্গনে, উদ্যোক্তাদের মধ্যে বহু বহু মেধাবী তরুণ আছে, যারা সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে বিশ্ব মাতানোর ক্ষমতা রাখে। বাংলাদেশকে গর্বে পুরস্কৃত করতে পারে। বাঙ্গালী তরুণদের কাছে বিজয় কোনো ব্যাপারই না।
স্ব স্ব সেক্টরে অগ্রজদের নিজের জায়গা ছেড়ে দেওয়ার প্রস্তুতিতে ( জায়গা ছাড়তে হবেই, পৃথিবীর আদি মানুষ আদম-হাওয়ারও জায়গা ছাড়তে হয়েছিলো!) আরো আন্তরিক হওয়া উচিত। জনপ্রিয়তা আর ক্ষমতার পরিবর্তন আসবেই। ইহা সূর্য উঠা আর ডুবার মতো পরিবর্তন হয়। তাই, তরুণদের কাছে নিজেদের স্বপ্নগুলো ছড়িয়ে দিয়ে সফল করে নেওয়াই একজন সফল অগ্রজের প্রধান কাজ। পরম্পরার পৃথিবীতে এক থেকেই একাধিকের সৃষ্টি।
তরুণদের উচিত আমি কে.? যা করছি তা কেনো করছি.? তার সঠিক উত্তর খুঁজে বের করা। এরপর চর্চা করা যা চাই কিভাবে করবো.? কই পাবো.? এমন প্রশ্নের উত্তর জেনে অগ্রজদের অভিজ্ঞতা নিয়ে নিজেকে পরিচালিত করলেই সফলতা সম্ভব।
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ তরুণরা। বয়স্কদের একমাত্র ক্ষমতাই তরুণদের সহযোগিতা। তরুণদের শক্তিতে'ই পৃথিবী বিনির্মান হয়।
তথ্য প্রযুক্তির ডিজিটাল যুগের মুক্তবাজারে অগ্রজ অনুজ সকলে মিলে পরিকল্পনা করে বাংলাদেশকে এগিয়ে নেওয়া সময়ের প্রয়োজনে ভীষণ জরুরি। নিজের দায়িত্ব, কর্ম, মানবিকতা, সময়ের মূল্য, স্রষ্টার প্রতি কৃতজ্ঞতাবোধ থাকলেই একটি মানবিক পৃথিবী তৈরি করা সম্ভব। আমরা যেনো নিজেই নিজেকে ভয় পাই। আত্মসম্মান নিয়ে তবেই বিজয় সম্ভব।
লেখকঃ মুরাদ নূর
সুরকার ও সংস্কৃতি কর্মী
muradnoorbdicon@gmail.com
রাজনীতি/জিসু
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |