শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

‘এখন আর কেউ প্রকাশ্যে ধূমপান করেন না’, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১, ০৫:২৪ বিকাল | অনলাইন সংস্করণ

ঢাকার কেরানীগঞ্জের বসুন্ধরা আবাসিক প্রকল্প রিভারভিউ এলাকায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টেও আধুনিক মানের মাদকাশক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র ’ওয়েসিস’ এর উদ্ভোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জের বসুন্ধরা আবাসিক প্রকল্প রিভারভিউ এলাকায় এটি উদ্ভোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মাদক, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন। সেখানে আমরা সফল হয়েছি। মাদকের বিরুদ্ধে যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। না হলে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারব না। মাদকের বিরুদ্ধে সবার এক হয়ে কাজ করে নির্মূল করতে হবে। অসমর্থিত হিসাবে এদেশে ৮০ লাখ লোক মাদকাসক্ত। আমরা সবাইকে চিকিৎসা দিতে চাই। আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গায় মাদকদ্রব্য নির্মূলে কাজ করছে। মাদক নিয়ন্ত্রণএ সাধারণ জনগণ সবাইকে সহযোগিতা করতে হবে।

তিনি বলেন, তামাকের বিরুদ্ধে আমরা যে আন্দোলন শুরু করেছিলাম তাতে মনে হয়, আমরা মোটামুটিভাবে সফল হয়েছি। এখন আর কেউ প্রকাশ্যে ধূমপান করেন না। সেই দৃশ্যটাও আমরা দেখছি। তামাক যে ক্ষতিকর সেটা আমাদের জনগোষ্ঠী জেনে গেছে। সে কারণে অনেকেই তামাক থেকে ফিরে সাধারণ জীবনযাপন করছে।

কামাল বলেন, অসমর্থিত হিসাবে আমাদের দেশে ৮০ লাখ লোক মাদকাসক্ত। তেজগাঁও শিল্পাঞ্চলে আমাদের সরকারি একটি মাদক নিরাময় হাসপাতাল রয়েছে। আমি স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ করব আপনি নিজে একবার এই হাসপাতাল দেখতে যাবেন। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এটা নিয়ন্ত্রণ করেন। এই হাসপাতালে অনেক কিছু নেই, অনেক সমস্যা। তারপরেও হাসপাতালটি চলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সবুর মন্ডল, ঢাকা জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, মনোবিদ ডা. মেহেদি কামাল, ডা. গোলাম রাব্বানী প্রমুখ।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ