বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুপ্রতিম ৫ বছর মেয়াদে সাংস্কৃতিক বিনিময় স্বাক্ষরিত
নিউজ ডেস্ক:
|
বাংলাদেশ ও চীনের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা জোরদারকরণের লক্ষ্যে আজ সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে
বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে ২০২৩-২০২৭ (পাঁচ বছর) মেয়াদে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম (Cultural Exchange Program) স্বাক্ষরিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর ও পিপলস রিপাবলিক অব চায়না’র দুর্যোগ ব্যবস্থাপনা, কচা নদীর উপর নির্মিত সেতু হস্তান্তর, সাংস্কৃতিক বিনিময় চুক্তি নবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মেরিন সায়েন্সেস শিক্ষা বিষয়ে সহযোগিতার বিষয়ে এই চারটি দলিলে দুই দেশ স্বাক্ষর করেছে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন। রোববার সকালে হোটেল সোনারগাঁওয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক হয়। পরে তাদের উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, প্রায় দেড় ঘণ্টার আলোচনার মধ্যে এক ঘণ্টা ছিল দ্বিপক্ষীয় আলোচনা। এরপর চুক্তি ও সমঝোতা স্মারকগুলো সই হয়েছে। এর মধ্যে কোনটা চুক্তি আর কোনটা সমঝোতা স্মারক পরে জানানো হবে।
সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এতে স্বাক্ষর করেন। রোববার সকালে পররাষ্ট্র মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার পর গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্র মন্ত্রী।
ঢাকা সফর শেষে বেলা পৌনে ১১টায় মঙ্গোলিয়ার উদ্দেশে যাত্রা করেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাকে বিদায় জানান। নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |