৯ দিনে পৌনে ৪ লাখেরও বেশি অবৈধ হ্যান্ডসেট শনাক্ত করেছে বিটিআরসি
নিউজ ডেস্ক:
|
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) এর ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রথম ৯ দিনে দেশে ৩ লাখ ৮০ হাজার অবৈধ মোবাইল হ্যান্ডসেট চিহ্নিত হয়েছে। এই অবৈধ হ্যান্ডসেটগুলো ক্রমান্বয়ে বন্ধ করে দেওয়া হবে। শনিবার গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি একথা জানায়। বিটিআরসির তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে ৯ অক্টোবরের মধ্যে বিটিআরসির এনইআইআর সিস্টেমে ৩ লাখ ৮০ হাজার মোবাইল হ্যান্ডসেট অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, বিটিআরসি কর্মকর্তারা বিভিন্ন দলে ভাগ হয়ে রাজধানীর কয়েকটি শপিং মলের মোবাইল ফোনের দোকানে ক্রেতাদের কাছে বিক্রিকৃত অনিবন্ধিত মোবাইল ফোন ফেরত নেওয়ার জন্য চিঠি বিতরণ করেছেন। বিটিআরসির মিডিয়া উইংয়ের উপ-পরিচালক জাকির হোসেন খাঁন জানান, ওই চিঠি হাতে পেয়ে মোবাইল ব্যবসায়ীরা তা মানবে বলে সম্মতিও দিয়েছে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |