৪২৬ রুশ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা জাপানের
নিউজ ডেস্ক:
|
জাপান সরকার মঙ্গলবার রাশিয়ার ৩৯৮ ব্যক্তি ও ২৮ প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা অনুমোদন করেছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রণারয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। রুশ বার্তাসংস্থা তাস এ খবর জানিয়েছে। ইউক্রেনে আগ্রাসনের জেরে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। বিশেষ করে, এবারের নিষেধজ্ঞায় স্টেট ডুমার ডেপুটিরা রয়েছেন। এছাড়া জাপান সরকার ১২ মে থেকে রাশিয়ায় নতুন বিনিয়োগে নিষেধাজ্ঞা এবং এসবার ব্যাংক ও আলফা ব্যাংকের সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে। বিশেষ অনুমতি সাপেক্ষেই কেবল রাশিয়ায় বিনিয়োগ করা সম্ভব হবে। গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশেষ সামরিক অভিযানের ঘোষণা দিয়ে ইউক্রেনে হামলা শুরু করেন। এ হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর দফায় দফায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি নিষেধাজ্ঞার কবলে থাকা দেশ রাশিয়া। দেশটির ওপর পাঁচ হাজারেরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সূত্র: বাসস। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |