বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

২৮ মার্চ হরতালে চলবে গণপরিবহন
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৭ মার্চ ২০২২, ০৩:৩৩ দুপুর | অনলাইন সংস্করণ

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ জানিয়েছেন, বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা আগামী ২৮ মার্চের অর্ধদিবসের হরতালেও ঢাকা, শহরতলী ও আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল করবে।

শনিবার (২৬ মার্চ) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।

এতে বলা হয়েছে, ‌বাম গণতান্ত্রিক ঐক্যজোটের ডাকা ২৮ মার্চের হরতালের ব্যাপারে আলোচনা করার জন্য গত ২৪ মার্চ বিকাল ৩টায় ঢাকায় পরিবহন মালিক-শ্রমিকদের এক যৌথ সভা ডাকা হয়। সভাটি শনিবার বিকালে ঢাকা সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় পরিবহন নেতারা বলেন, অযৌক্তিক অজুহাতে ডাকা এ হরতাল মালিক-শ্রমিকরা সমর্থন করে না। ২৮ মার্চ ঢাকা শহর, শহরতলী ও আন্তঃজেলার সকল রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ