শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

হৃদরোগে প্রতিদিন ২০০-২৫০ জনের মৃত্যু হয়ঃ স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৬ আগস্ট ২০২২, ০২:৩৪ রাত | অনলাইন সংস্করণ
হৃদরোগে প্রতিদিন ২০০-২৫০ জনের মৃত্যু হয়ঃ স্বাস্থ্যমন্ত্রী

ছবি । সংগৃহীত

দেশে হৃদরোগে প্রতিদিন ২০০-২৫০ জন রোগী মারা যান বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল ভবনের ঊর্ধ্বমূখী সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হৃদরোগের চিকিৎসায় বিরাট ভূমিকা রেখে চলছে। কোনো এক সময় সংক্রামক ব্যধি দ্বারা হাজার হাজার লোক মারা যেত। যেখানে কলেরা, ডায়রিয়া প্রাদুর্ভাব হতো, সেখানে পুরো গ্রাম হাহাকার হয়ে যেত। বর্তমানে এই রোগগুলো নিয়ন্ত্রণে রয়েছে। 

তবে দেশে এখন যে অসংক্রামক ব্যধিগুলো হচ্ছে, তাতে দেশের ৬৭-৭০% লোক মৃত্যুবরণ করেন। এর অন্যতম কারণ হচ্ছে হৃদরোগ।

তিনি বলেন, বাংলাদেশের মৃত্যুর হারের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায়, প্রথম যে কয়টি রোগের কারণে মানুষ মৃত্যুবরণ করে। তার অন্যতম কারণ হচ্ছে হৃদরোগ। তবে ক্যান্সার, কিডনি ফেইলিওর রোগেও অনেক মানুষ মারা যায়। এসব বিষয়ে কেউ খবর রাখে না।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ