শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

হাতিয়ায় ট্রলার ডুবি, ২ জেলের মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২০ আগস্ট ২০২২, ১২:২৩ রাত | অনলাইন সংস্করণ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে; নিখোঁজ রয়েছেন আরেক জেলে।

হাতিয়া থানার ওসি আমিরুল ইসলাম জানান, শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার নিঝুম দ্বীপের দমার চরের দক্ষিণে মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।

নিহত জেলেরা হলেন- উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলি গ্রামের মাইন উদ্দিন (৪৫) এবং নতুন সুখচর গ্রামের মো. রাফুল (২৫)। নিখোঁজ বেলাল উদ্দিনের (৩৫) বাড়ি ভোলা জেলায়।

প্রত্যক্ষদর্শী জেলে ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি আমিরুল ইসলাম জানান, রোববার ১৬ জেলে জাহাজমারা ইউনিয়নের আমতলি ঘাট থেকে ‘এফ বি হাজী সিরাজ’ নামে একটি ট্রলারে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।

ট্রলারটি ফেরার সময় শুক্রবার সকাল ১০টার দিকে নিঝুম দ্বীপের দমার চরের দক্ষিণে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৬ জেলের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করেন পাশে থাকা অন্য ট্রলারের জেলেরা। পরে স্রোতের তোড়ে ডুবে যাওয়া ট্রলারটি পাশের একটি চরে আটকা পড়লে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার ১৩ জেলের মধ্যে মো. শরিফ উদ্দিনকে (২৮) আশঙ্কাজনক অবস্থায় হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি। শরিফ উদ্দিন জাহাজমারা ইউনিয়নের নতুন সুখচর গ্রামের মোস্তার মিয়ার ছেলে।

ডুবে যাওয়া ট্রলারের ১৬ জেলের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করে পাশের আরেকটি ট্রলার।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ