স্ট্যাম্প দিয়ে পিটিয়ে শিক্ষকের হাত ভেঙে দিলো ছাত্র
নিউজ ডেস্ক:
|
বরিশালের গৌরনদীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে পিটিয়ে শিক্ষকের হাত ভেঙে দিয়েছে একদল বখাট। গত মঙ্গলবার ঐ উপজেলার টরকী বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কমল হালদার টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি বর্তমানে বরিশালের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, ঘটনার তিনদিন পার হলেও বখাটেদের ক্রমাগত হুমকিতে মামলা করার সাহস পাচ্ছে না ঐ শিক্ষকের পরিবার। অপরদিকে মোটা অংকের টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে একটি মহল। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষক কমল হালদার জানান, তার বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতো স্থানীয় দীপক কর্মকারের ছেলে নয়ন কর্মকার। সম্প্রতি বিষয়টি তাকে জানান ঐ ছাত্রীর অভিভাবকরা। এরপর তিনি বখাটে নয়ন কর্মকারকে ডেকে সতর্ক করেন। এতেই সে ক্ষিপ্ত হয়। তিনি আরো জানান, মঙ্গলবার রাতে প্রাইভেট পড়িয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। টরকী বন্দর সংলগ্ন বণিক বাড়ির সামনে তার ওপর অতর্কিত হামলা চালায় বখাটে নয়ন ও তার সহযোগীরা। তারা ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে ভেঙে দেয় শিক্ষক কমল হালদারের ডান হাত। ঐ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বখাটেরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশালে পাঠানো হয়। শিক্ষক কমল হালদার অভিযোগ করেন, বখাটে নয়নের পক্ষ নিয়ে একটি মহল হাসপাতালে এসে এবং আমার বাসায় গিয়ে আমার পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছে। তারা বিষয়টি ধামাচাপা দিতে এবং মামলা না করতে চাপ দিচ্ছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |