সীমান্ত বন্ধের কোনো পরিকল্পনা নেইঃ ক্রেমলিন
নিউজ ডেস্ক:
|
সেনাবাহিনীতে যোগ দেওয়া এড়াতে বিভিন্ন সীমান্ত দিয়ে রাশিয়া ছাড়ার হিড়িক পড়েছে। এমন খবর বিশ্ব গণমাধ্যমে কয়েক দিন ধরে আসছে। গত বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আংশিক সেনা সমাবেশের ডাক দেওয়ার পরই রাশিয়ার ছাড়ছেন অনেকে। এই পরিস্থিতিরি মধ্যেই রুশ প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, বিভিন্ন দেশের সাথে থাকা রুশ সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সীমান্ত বন্ধ করে দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘এ বিষয়ে আমি এখনও কিছু জানি না। এখনও এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ রবিবার নভায়া গেজেটার এক প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত সেনাবাহিনীতে যোগদান এড়াতে ২ লাখ ৬১ হাজার পুরুষ রাশিয়া ছেড়েছে। যদিও রয়টার্স বিষয়টির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
নিউজ সূত্রঃ রয়টার্স নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |