রবিবার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

সিটি ডেন্টাল কলেজ আয়োজিত বঙ্গবন্ধু এর ৪৭তম শাহাদাত বার্ষিকী
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৫ আগস্ট ২০২২, ১১:৪৬ রাত | অনলাইন সংস্করণ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু এর ৪৭তম শাহাদাত বার্ষিকীতে সিটি ডেন্টাল কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিন্সিপাল প্রফেসর আইউবর রহমান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এ. এস. এম. বদরুদ্দোজা।  

প্রধান অতিথি সিটি ডেন্টাল কলেজের প্রফেসর এ. এস. এম. বদরুদ্দোজা বলেছেন,
'বঙ্গবন্ধু একটা সাহসের নাম, বঙ্গবন্ধু একটা শক্তির নাম। বঙ্গবন্ধু যে শক্তি আমাদেরকে দিয়ে গেছেন, যেই আগস্ট মাসের ১৫ তারিখ আমরা শোক দিবস পালন করছি। এই শোককে শক্তিতে রূপান্তরিত করার যে সাহস আমাদের জুগিয়েছেন তা আমরা যুগে যুগে আমাদের চলার পথের পাথেয় হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এই আমাদের প্রত্যয় হওয়া উচিত।'

সিটি ডেন্টাল কলেজ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধু গ্যালারীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর জাতির পিতার জীবনী, তার গৌরবময় রাজনৈতিক জীবন, তার অতুলনীয় দেশপ্রেম, অসামান্য আত্মত্যাগ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর বিদেহী আত্মার মাগফেরাতের উদ্দেশ্যে হামদ -নাত পরিবেশন, কুরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে দোয়া মাহফিল পর্ব সম্পন্ন হয়। স্বাধীন ও সার্বভৌম যে বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন তা যেন পূরণ হয় এবং আমরা জাতি হিসেবে বাংলাদেশকে যেন পৃথিবীর মাঝে গর্বভরে তুলে ধরতে পারি সেই শপথ গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

এখানে আরো উপস্থিত ছিলেন কলেজের সকল ডিপার্টমেন্টে প্রধান, শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ