বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

সরকার শিশু অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছেঃ ডেপুটি স্পিকার
নিউজ ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৯ রাত | অনলাইন সংস্করণ
সরকার শিশু অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছেঃ  ডেপুটি স্পিকার

ছবি । সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান শামসুল হক টুকু বলেছেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে শিশুশ্রম নিরসনসহ শিশু অধিকার সুরক্ষা নিশ্চিত করা জরুরি। এজন্য শিশু অধিকর সুরক্ষায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছে সরকার। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যে শিশুশ্রম নিরসন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনস্থ নিজ দপ্তরে বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। 

শুরুতে নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি)’র নির্বাহী পরিচালক এম এ করিম, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের নিখিল চন্দ্র ভদ্র, এএসডি’র হেড অব প্লানিং মনিটারিং অ্যান্ড ইভেলুয়েশন লুৎফুন্নাহার কান্তা, প্রকল্প ব্যবস্থাপক ইউ কে এম ফারহানা ও কো-অর্ডিনেটর শাওমী ইমাম, সচেতন সংস্থার সানজিদুল হাসান প্রমুখ। 

সভায় শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুবান্ধব আইন-নীতিমালা সংশোধন ও পরিমার্জন করেছেন। পথশিশু, প্রতিবন্ধি শিশু, কন্যাশিশুসহ অন্যান্যদের জন্য বিশেষ কর্মসূচী নেওয়া হয়েছে। এ সকল বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ওই সকল কর্মপরিকল্পনা যথাযথ ভাবে বাস্তবায়নে মনিটারিং জোরদার করতে হবে। শিশু অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ