শপিংব্যাগে ৩ কেজি আইসসহ আটক এক
নিউজ ডেস্ক:
|
কক্সবাজার টেকনাফে তিন কেজি ওজনের ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করেছে র্যাব। শুক্রবার (১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার পৌরসভার অলিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারকারী চক্রের সদস্য রোহিঙ্গা আব্দুল লতিফকে (৬৪) আটক করা হয়। তিনি অলিয়াবাদ এলাকার জহুর উদ্দীনের ঘরে ভাড়ায় থাকতেন। র্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী জানান, পৌরসভার অলিয়াবাদ এলাকায় আইস ক্রয় বিক্রয়ের গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক ব্যাক্তিকে কৌশলে পালিয়ে যেতে দেখে এবং তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে ধাওয়া করে আটক করা হয়। তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে তিন কেজি ওজনের ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়। আব্দুল্লাহ মো. শেখ সাদী আরো জানান, এটি এ যাবৎকালের আইসের সবচেয়ে বড় চালান জব্দের ঘটনা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি জানায়, 'তিনি বেশ কিছুদিন যাবত টেকনাফ থেকে মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ বা আইস সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করেন।' এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যাক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |