রবিবার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

রোহিঙ্গাদের নিয়ে ন্যাম জোটের জরুরি পদক্ষেপের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১, ০৩:২২ দুপুর | অনলাইন সংস্করণ

রোহিঙ্গাদের নিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম সদস্য দেশগুলোর প্রতি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বেলগ্রেডে ন্যামের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। 

 

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, ন্যাম সদস্য দেশগুলোর মধ্যে মূলধন, প্রযুক্তি এবং শ্রমের অবাধ চলাফেরার অনুমতি দিতে হবে। সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং এসডিজির প্রধান প্রধান লক্ষ্য অর্জনে আয়ের আরও ন্যায়সঙ্গত বণ্টনের উদ্যোগ নিতে হবে।

 

ন্যামের নীতির প্রতি বাংলাদেশের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেন ড. আব্দুল মোমেন।  

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের শান্তিকেন্দ্রিক পররাষ্ট্রনীতি জোট নিরপেক্ষ আন্দোলনের চেতনার প্রতিধ্বনি।  

 

ন্যামের প্রাসঙ্গিকতার ওপর জোর দিয়ে জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ, সহিংসতা ইত্যাদি চ্যালেঞ্জগুলো তুলে ধরেন তিনি।

 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিশ্বের অনেক জায়গায় মানুষের মৌলিক অধিকার এখনও অটুট রয়েছে।  

 

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দীর্ঘ নির্যাতনের কথা তুলে ধরে তিনি তাদের ব্যাপারে জরুরি পদক্ষেপের আহ্বান করেন।

 

পররাষ্ট্রমন্ত্রী কোভিড-১৯ টিকার বৈশ্বিক বৈষম্য নিয়ে হতাশা প্রকাশ করেন। তিনি টিকা নিয়ে বৈষম্য হ্রাসে ন্যাম সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ