বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

রুশ সেনারা নারীদের ধর্ষণ করছে: জাতিসংঘে জেলেনস্কি
নিউজ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ০৬ এপ্রিল ২০২২, ০৬:০৪ সকাল | অনলাইন সংস্করণ

রাশিয়ান সেনারা বেসামরিক নাগরিকদের হত্যা এবং নারীদের ধর্ষণ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির।

স্থানীয় সময় মঙ্গলবার (০৫ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ডাকা জরুরি বৈঠকে তিনি একথা বলেন। ভার্চুয়ালি তিনি এই ভাষণ দেন।

রাশিয়ার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে জেলেনস্কি বলেন, বুচা শহরে নাগরিকদের হত্যার ঘটনায় স্বচ্ছ ও খোলামেলা তদন্ত চায় কিয়েভ। তিনি যুদ্ধাপরাধে জড়িত রাশিয়ার সেনাবাহিনীকে খুঁজে বের করার দাবি জানান।

তিনি বলেন, রুশ সেনারা শুধুমাত্র আনন্দের জন্য রাস্তার মাঝখানে মানুষকে গুলি করে হত্যা করেছে, ট্যাঙ্ক দ্বারা পিষ্ট করে মেরেছে। তিনি দাবি করেন রাশিয়ানদের কর্মকাণ্ড অনেকটা সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের মতো।

নিরাপত্তা পরিষদের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া, কিন্তু তা কোথায় প্রশ্ন করেন তিনি। শান্তি কোথায়? জাতিসংঘের সেসব গ্যারান্টি কোথায়?

তিনি আরও বলেন, বুচায় হত্যাকাণ্ডের পাশাপাশি ইউক্রেনের অন্যান্য অংশেও রাশিয়ান বাহিনী আরও কী যুদ্ধাপরাধ করেছে তা বিশ্ব এখনও দেখতে পায়নি।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ