রাজধানীতে ট্রেনে কাটা পড়ে গাড়িচালকের মৃত্যু
নিউজ ডেস্ক:
|
রাজধানীর উত্তরায় রেলগেটে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মো. সানি (২০) নামের এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির ভাবি সোনিয়া বলেন, আমার দেবর পেশায় একজন গাড়িচালক। রাতে রেলগেটে পারাপারের সময় ট্রেনে কাটা পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর উপজেলায়। বর্তমানে আমার দেবর উত্তরা চার নম্বর সেক্টর ১০ নম্বর রোড এলাকায় থাকতেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জাগো নিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মরদেহ ময়নতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |