রাজধানীতে অভিযান চালিয়ে ১৩ ছিনতাইকারী গ্রেপ্তার
নিউজ ডেস্ক:
|
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।। এসময় তাদের কাছে দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. পারভেজ (২৫), মো. জসিম (২২), মো. আরিফুল ইসলাম (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯), মো. বাদশা চৌকিদার (৩০), মো. জাহিদুল হাসান হৃদয় (২১), মো. মিলন (২৮), মো. মোজ্জাম্মেল হক (৪৫), মো. মারুফ (৩৫), মো. আরিফ হোসেন (১৮) ও মো. সোহেল (৩০), মো. সাকিব (১৮) ও মো. আকাশ (২৫)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি এন্টিকাটার, পাঁচটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি কেঁচি, একটি মোবাইল ও নগদ ২৮০ টাকা জব্দ করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল ও পল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মতিঝিল, শাহজাহানপুর ও পল্টন এলাকায় ছিনতাই করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে এই তিন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে বলেও তিনি জানান।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |