রংপুরের ভাবির লাঠির আঘাতে দেবরের মৃত্যু
নিউজ ডেস্ক:
|
রংপুরের পীরগাছায় লাঠির আঘাতে রওশন মিয়া (৩২) নামে এক দেবরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রওশন মিয়া ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। সে স্থানীয় চৌধুরানী উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রওশন মিয়ার সাথে বিগত দুই বছর আগে তার স্ত্রীর বিচ্ছেদ হওয়ার পর গত বৃস্পতিবার সে একটি মেয়েকে নিজ বাড়িতে নিয়ে আসে এবং বিয়ে করবে বলে জানায়। তখন তার ভাবি আরিফা আক্তার ও স্বজনদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েটি পালিয়ে যায়। ওই রাতেই রওশন মিয়া বিষপান করে। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে পরদিন তিনি রংপুর হাসপাতাল থেকে পালিয়ে ওই ইউনিয়নের মোংলাকুটি গ্রামে তার বোনের বাড়িতে গিয়ে ওঠেন। এরপর শনিবার দুপুরে রওশন মিয়া আবারো নিজ বাড়ি মিরাপাড়া গ্রামে গেলে তার ভাবি আরিফা আক্তার তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে- ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার ৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে। পরে খবর পেয়ে পীরগাছা থানার পুলিশ ঘটনাস্থল থেকে রওশনের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত ভাবি আরিফা আক্তার ও ভাই রতন মিয়াকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা পীরগাছা থানার এসআই আব্দুল মালেক বলেন, এঘটনায় নিহতের বাবা তোফাজ্জল মিয়া বাদি হয়ে হত্যা মামলা করেছেন। সেই মামলায় নিহতদের ভাবি ও ভাইকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্দের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |