যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের অপেক্ষায় গোতাবায়া
নিউজ ডেস্ক:
|
শ্রীলঙ্কা থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে যুক্তরাষ্ট্রে যেতে গ্রিন কার্ডের আবেদন করেছেন বলে জানিয়েছে শ্রীলঙ্কান দৈনিক মিরর। গোতাবায়া তার সন্তান, স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসের উদ্দেশ্যে গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছেন। বিভিন্ন বিশ্বস্ত সূত্রের খবর, রাজাপাকসের আইনজীবীরা চলতি মাসে যুক্তরাষ্ট্রে তার গ্রিন কার্ড পাওয়ার ব্যাপারে কাজ করে যাচ্ছেন। তার স্ত্রী লোমা রাজাপাকসে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ায় তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারছেন। এদিকে এ প্রক্রিয়ায় কলম্বোয় তার আইনজীবীরা ভিসা সংশ্লিষ্ট জরুরি কাগজপত্র জমা দিয়েছেন। বর্তমানে গোতাবায়া রাজাপাকসে আছেন থাইল্যান্ডের একটি হোটেলে। স্ত্রীসহ তার ২৫ আগস্ট শ্রীলঙ্কায় আসার কথা রয়েছে। এদিকে থাইল্যান্ডে পৌঁছানোর পর থেকেই থাই পুলিশ তাকে ঘরের ভেতর থাকার পরামর্শ দিয়েছে। তিনি বাইরে বের হলে তার জীবনের হুমকি রয়েছে বলেই এমন পরামর্শ থাই পুলিশের। থাইল্যান্ডে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ব্যুরোর নিরাপত্তা কর্মকর্তারা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দেশটির সরকারি কর্মকর্তারা গোতাবায়াকে হোটেলের মধ্যেই থাকতে নির্দেশ দিয়েছেন। প্রত্যাশা অনুযায়ী, পরিস্থিতি না থাকায় গোতাবায়া থাইল্যান্ডে থাকার পরিকল্পনা বদল করেছেন বলে জানা গেছে। একসময় মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছিল গোতাবায়ার। কিন্তু ২০১৯ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা শুরু করার আগে সেই নাগরিকত্ব ত্যাগ করতে হয়। কেননা দেশের আইনে দুই দেশের নাগরিকের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর অনুমতি নেই। নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |