মিরপুরের ড্রেনে নিখোঁজ সেই ব্যক্তি জীবিত উদ্ধার
নিউজ ডেস্ক:
|
রাজধানীর মিরপুরে ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছয় ঘণ্টার চেষ্টার পর বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করে। এর আগে, বৃহস্পতিবার সকালে পৌনে নয়টার দিকে মিরপুরের কালশী ড্রেনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কালশী ব্রিজের নিচে গোসল করছিলেন তিনি। ওই ব্যক্তি মানসিক রোগী ছিলেন বলে ধারণা এলাকাবাসীর। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালশীতে অবস্থিত বাইশ তলা গার্মেন্টসের পাশের একটি ড্রেনে পড়ে যায় ওই ব্যক্তি। এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধারের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশকে জানায়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ছয় ঘণ্টা চেষ্টা করে ওই ব্যক্তিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এর আগে, গত ২৭ সেপ্টেম্বর রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে বাসায় ফেরার পথে পা পিছলে ড্রেনে পড়ে নিখোঁজ হন সাদিয়া নামের এক কলেজছাত্রী। নিখোঁজের ৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |