মসজিদুল হারামে নামাজ পড়তে টিকা বাধ্যতামূলক
নিউজ ডেস্ক:
|
মক্কার পবিত্র মসজিদুল হারামে নামাজ আদায়ের জন্য পূর্ণ ডোজ টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। ১০ অক্টোবর রবিবার থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকরের ঘোষণা দিয়েছে সৌদি সরকারের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। খবর গালফ নিউজের।
মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ণ ডোজ টিকা নেওয়া ব্যক্তিদেরই কেবল ওমরাহ পালন, মক্কার মসজিদুল হারামে নামাজ আদায় এবং মদিনার মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দেওয়া হবে।
ইতোমধ্যেই যারা পূর্ণ ডোজ টিকা না নিয়েই প্রয়োজনীয় অনুমতি পেয়েছেন তাদেরও ওই অনুমতিপত্রের বৈধতার জন্য নির্ধারিত স্থানে প্রবেশের আগেই টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে। অন্যথায় আগে থেকে অনুমতি থাকলেও সেটি বাতিল বলে গণ্য হবে।
এ মাসের গোড়ার দিকে দৈনিক ১ লাখ মুসল্লিকে ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি সরকার। আগে এ সংখ্যা ছিল ৭০ হাজার। এ ছাড়া কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মসজিদুল হারামে দৈনিক ৬০ হাজার মুসল্লিকে নামাজ আদায়ের সুযোগ পাবেন। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |