মন্ত্রিসভায় ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন
নিউজ ডেস্ক:
|
২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে পেশ করার জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের ৫২তম ও নিজের চতুর্থ এই বাজেট সংসদে উপস্থাপন করবেন। বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত এই বাজেট অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। অর্থমন্ত্রী ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রণীত বাজেটের শিরোনাম দিয়েছেন ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় পরিবর্তন’। ২০২২-২৩ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এর আগে, ২০২১-২২ অর্থবছরের বাজেটের আকার ছিল ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। সংশোধিত বাজেটে তা ১০ হাজার ১৮১ কোটি টাকা কমে পাঁচ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকায় নেমে আসে। সে হিসাবে নতুন বাজেটের আকার সবশেষ বাজেটের তুলনায় ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বা ১২ দশমিক ৩২ শতাংশ বেশি। আর সংশোধিত বাজেটের চেয়ে এটি ৮৪ হাজার ৫৬৪ কোটি বা ১৪ দশমিক ২৪ শতাংশ বেশি।
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |