ভেঙে দেওয়া হলো পাকিস্তানের পার্লামেন্ট
নিউজ ডেস্ক:
|
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির জাতীয় পরিষদ (পার্লামেন্ট) ভেঙে দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শ পাওয়ার পরই রোববার পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দেন তিনি। খবর জি নিউজের। এর আগে ইমরানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক আখ্যায়িত করে প্রস্তাবটি বাতিল করে দেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। এরপরই জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান। দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, অনাস্থা প্রস্তাব বাতিলের মধ্য দিয়ে বিদেশি চক্রান্তে সরকার বদলের চেষ্টা নস্যাৎ করে দিয়েছেন ডেপুটি স্পিকার। নিয়ম অনুযায়ী, প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেওয়ায় নতুন নির্বাচন হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফারুখ হাবিব জানিয়েছেন, ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |