ভুয়া ডাক্তারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয় দুই গণমাধ্যমকর্মী
নিউজ ডেস্ক:
|
গতকাল, মঙ্গলবার (৯ আগস্ট) রাজধানীর কামরাঙ্গীর চরে এসপিএ ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ্য সাংবাদিক হাসান মিসবাহ ও ক্যামেরা পার্সন সাজু মিয়ার ওপর হামলা ও মারধর করা হয়েছে। এসময় ক্যামেরা ভাংচুর করা হয় এবং ছিনিয়ে নেয়া হয় মোবাইল ও গাড়ির চাবি। প্রায় দুই ঘণ্টা ধরে তাদেরকে আটকে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে এবং দুইজনকে আটক করে। এছাড়া সাংবাদিকদের মারধর করার অভিযোগে কামরাঙ্গীচর থানার এসআই মিলন হোসেনকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। হামলার শিকার সাংবাদিক হাসান মিসবাহ জানান, চিকিৎসা ব্যবস্থায় অব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা হয়। এসময় এসপিএ ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সাথে মিলে পুলিশের মিলন নামে এক এসআইও তাদের গায়ে হাত তোলেন। পরে থানা থেকে পুলিশ গিয়ে সাংবাদিক মিসবাহ ও সাজুকে উদ্ধার করে। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)। বিএইচআরএফ নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |