বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

ভারী ব্যাগে শিশুদের মেরুদণ্ডে সমস্যা
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৭ অক্টোবর ২০২২, ০৩:২৭ দুপুর | অনলাইন সংস্করণ

দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ভারী স্কুলব্যাগ বহন করে। দীর্ঘ সময় ভারী ব্যাগ বহনের কারণে অনেকের মেরুদন্ড বাঁকা হয়ে যায়, পিঠে-ঘাড়ে চাপ পড়ে। অল্প বয়স থেকেই তারা মেরুদন্ডের সমস্যা নিয়ে বেড়ে ওঠে। পরে এরা ৪০-৫০ বছরে পৌঁছলে অনেকেই মেরুদন্ডজনিত সমস্যায় আক্রান্ত হন। গতকাল বিশ্ব স্পাইন দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। ‘মেরুদন্ড আপনার অমূল্য সম্পদ, মেরুদন্ডকে সুস্থ রাখতে হবে’ প্রতিপাদ্য নিয়ে এ দিবস পালিতে হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ নিউরো স্পাইন সোসাইটি একটি শোভাযাত্রা ও বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ, বিএসএমএমইউর সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। উপাচার্য বলেন, দেশের জনগোষ্ঠীর ৫০ শতাংশ চিকিৎসাসেবার বাইরে রয়েছে। বর্তমান সরকার আগামী ২০২৫ সালের মধ্যে মেরুদন্ডের চিকিৎসাসেবা কার্যক্রম জেলা পর্যায়ে পৌঁছাতে কাজ করে চলেছে। নিউরো স্পাইন সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ডা. মো রফিকুল ইসলাম। সেমিনারে বলা হয়, বিশ্বের ৫৪ কোটি মানুষ মেরুদন্ডের সমস্যায় ভুগছেন।

 দেশে প্রায় ৫০ লাখ মানুষের এ সমস্যা রয়েছে। প্রতি বছর বাংলাদেশে প্রায় ২০ হাজার এ ধরনের রোগী চিকিৎসাসেবা নেন। এসব রোগীকে সেবা দিতে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন মাত্র ২১২ জন। যা প্রয়োজনের তুলনায় খুবই কম। প্রতিবছর এ রোগে আক্রান্ত ৪০ হাজার রোগীর অস্ত্রোপচারের প্রয়োজন। এদের অধিকাংশই থেকে যান চিকিৎসার বাইরে। বাংলাদেশ স্পাইন সোসাইটিও বিশ্ব স্পাইন দিবস পালন করেছে। এ সময় উপস্থিত ছিলেন নিটোরের পরিচালক অধ্যাপক ডা. আবদুল গনি মোল্লাহ, বাংলাদেশ অর্থোপেডিক্স সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মো মোনায়েম হোসেন ও মহাসচিব অধ্যাপক ডা. মো জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্পাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. কেএইচ আবদুল আউয়াল রিজভী এবং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ