শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

ভারতে কৃষক বিক্ষোভ, ৪ কৃষকসহ নিহত ৮
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ০৪ অক্টোবর ২০২১, ০৩:৫৫ দুপুর | অনলাইন সংস্করণ

ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরি এলাকায় কৃষক আন্দোলনে সহিংসতায় ৪ কৃষকসহ ৮ জন নিহত হয়েছে।

 

এ ঘটনায় উত্তপ্ত হয় উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। মামলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে। এদিকে কৃষকদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। 

আন্দোলনরত কৃষকদের উপর কেন্দ্রীয় মন্ত্রীর গাড়িবহরের চাপায় বেশ কয়েকজন নিহত হওয়ার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর প্রদেশ। এই ঘটনায় খুনের মামলা হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রার ছেলের বিরুদ্ধে। তবে ছেলেকে নির্দোষ দাবি করে পুরো ঘটনাকেই ষড়যন্ত্র বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 

 

এর আগে, কৃষকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা অজয় মিশ্রা রবিবার লখিমপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে গেলে সকাল থেকেই কালো পতাকা নিয়ে মিছিল-সমাবেশ করেন কৃষকরা।  

 

অনুষ্ঠান শেষে আন্দোলনরত কৃষকরা অজয় মিশ্রার গাড়িবহরের পথ রোধ করলে তাদের উপর গাড়ি উঠিয়ে দেয়ার অভিযোগ উঠে তার ছেলের বিরুদ্ধে। এসময় হতাহত হন অনেকে।  

 

এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে ভারতের সব জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের সামনে আন্দোলনের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলো। গাড়িচাপায় কৃষক হত্যার ঘটনায় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছে বিভিন্ন দল ও সংগঠন। 

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে লখিমপুরে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে এলাকাটিতে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছে রাজ্যটির পুলিশ।

 

অন্যদিকে, কৃষকদের সমর্থন জানাতে লখিমপুর যাওয়ার পথে আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।
 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ