শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৩ রাত | অনলাইন সংস্করণ
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ছবি । সংগৃহীত

রাজধানীর রামপুরায় সৈয়দ আরিফ আহমেদ (২২) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামপুরা থানার উপ-পদির্শক (এসআই) বাসু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আরিফ আহমেদ মরহুম আক্তার হোসেনের সন্তান। পূর্ব রামপুরার ২১৯/২ নম্বর বাড়ির চতুর্থ তলায় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে থাকতেন তিনি। খবর পেয়ে আমরা বাসার সিলিং ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাই তাকে। পরে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

তিনি বলেন, নিহত আরিফ আহমেদ ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটির বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পরিবারের মাধ্যমে জানতে পেরেছি, হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই শিক্ষার্থী। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ