রবিবার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

বিধানসভায় শপথ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
নিউজ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ০৭ অক্টোবর ২০২১, ০৫:৪১ বিকাল | অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা থাকতে পারবেন কি না এ নিয়ে অনেক দিন ধরেই তৈরি হয়েছিল শোরগোল। সব জল্পনা-কল্পনার অবসান শেষে ভারতের পশ্চিমবঙ্গের  ভবানীপুর উপনির্বাচনে বিপুল ভোটে জয়ের পর আজ বিধানসভায় শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । স্থানীয় সময়  দুপুর ২টায় বিধানসভার অধিবেশন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে। এই শপথ অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আরো দুই নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

গেল ৩০ সেপ্টেম্বরের ভোটে ভবানীপুর উপনির্বাচনে নিজের রেকর্ড নিজেই ভাঙেন মমতা বন্দ্যোপাধ্যায়।  ২০১১ সালের উপনির্বাচনে তিনি এই কেন্দ্র থেকে ৫৪ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। এবারের উপনির্বাচনে সেই সীমা বেড়ে ৫৮ হাজার ছাড়িয়ে যায়। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন প্রায় ৭২ শতাংশ ভোট।

তৃণমূল প্রার্থী সুব্রত বক্সী জিতেছিলেন ৪৯ হাজার ৯৩৬ ভোটে। উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সেই রেকর্ড ভেঙে করেন ৫৪ হাজার ২১৩। এবারও বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন ২৮ হাজার ৭১৯ ভোটে। আর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন ৫৮ হাজার ৮৩৫ ভোটে। ভবানীপুরে মমতার এই বিপুল জয়ের পর তাকে মোদিবিরোধী জোটের মুখোমুখি করার জন্য আরো জোরালোভাবে আওয়াজ তুলছেন তৃণমূল নেতারা।

অন্যদিকে সামশেরগঞ্জে ২৬ হাজারের বেশি ভোটে জিতেছেন  আমিরুল ইসলাম। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের জইদুর রহমান। ২০১৬ সালের পর এবারও তৃতীয় স্থানে বিজেপি। কমেছে ভোটও। অন্যদিকে জঙ্গিপুরে পরপর দুবার জিতলেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন। ২০১৬-র তুলনায় ব্যবধান বাড়ল প্রায় পাঁচ গুণ। অন্যদিকে পরাজিত হলেও আগের থেকে ভোট বেড়েছে বিজেপির।

আজ  মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আরো দুই নবনির্বাচিত বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ