বিদ্যুৎস্পৃষ্টে করে ভৈরবে ৩ জনের মৃত্যু
নিউজ ডেস্ক:
|
কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। আজ শুক্রবার দুপুরে পৌর এলাকার পাওয়ার হাউজ সংলগ্ন হরিজন কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন- গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শন কুমার দেব (১৬) এবং সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আব্দুল্লাহ (৩৫), রিকু রায়ের ছেলে সানী রায় (১৪) এবং চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩)। স্থানীয়রা জানান, দুই বছর আগে হরিজন কলোনির বাসিন্দাদের সড়কবাতির সুবিধা দিতে ওই সড়কে কয়েকটি সৌর প্যানেল স্থাপন করে পৌর কর্তৃপক্ষ। হরিজন কলোনির সামনে বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান চালান অন্তত অর্ধশত ব্যবসায়ী। তাঁদের একটি অংশ নিজেদের প্রয়োজনে হরিজন কলোনির সামনে বসানো সৌর প্যানেলের খুঁটিটি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেন। কর্তৃপক্ষকে না জানিয়ে স্থানীয় উদ্যোগে সৌর বিদ্যুতের খুঁটি তুলে অন্যত্র বসাতে গেলে খুঁটিটি বিদ্যুতের হাজার ভোল্টেজের তারে লেগে এ দুর্ঘটনা ঘটে। ভৈরব আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ জানান, সৌর প্যানেলটি পৌর কর্তৃপক্ষের। আর জায়গাটি রেলওয়ের। সেটা পৌর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এরপরও খুঁটি সরানো বা স্থাপনের কাজ ঝুঁকিপূর্ণ হলে তারা সহযোগিতা দিয়ে থাকেন। এ ক্ষেত্রে তাদের কোনো সহযোগিতা চাওয়া হয়নি।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |