শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশের পর্যটনে বিনিয়োগে আগ্রহী বিদেশিরাঃ পর্যটন প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ০৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৮ রাত | অনলাইন সংস্করণ
বাংলাদেশের পর্যটনে বিনিয়োগে আগ্রহী বিদেশিরাঃ  পর্যটন প্রতিমন্ত্রী

ছবি । সংগৃহীত

বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগে বিদেশিরা আগ্রহ প্রকাশ করছে বলে জানিয়েছেন বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরে সালনা পর্যটন রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, দেশে পর্যটন খাতের উন্নয়নে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। যতটুকু করার কথা ততটুকু করতে পারি না। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। পর্যটনকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আমরা সেভাবে কাজ করছি। পর্যটন খাতের বিকাশে সবচেয়ে যে জিনিস দরকার তা হচ্ছে সবার এগিয়ে আসা ও বিনিয়োগ।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশে পর্যটন খাতে বিনিয়োগ করতে বিদেশিরা আগ্রহ প্রকাশ করছে। কক্সবাজারে পর্যটন খাতের যে সব স্থাপনা রয়েছে সেগুলোতে তারা বিনিয়োগ করতে চায়। জাপানের রাষ্ট্রদূত আমার কাছে নিজেই আগ্রহ প্রকাশ করেছেন তারা এখানে বিনিয়োগ করতে চায়। আসলেই পরিবেশটা এসেছে আস্থা ও বিশ্বাসের জায়গা থেকে।

তিনি বলেন, বিদেশিরা মনে করছে বাংলাদেশে বিনিয়োগ করলে তারা রিটার্ন পাবে। এ ধরনের পরিস্থিতি বাংলাদেশে বিদ্যমান। করোনার মধ্য দিয়েও আমাদের মাথাপিছু আয় বেড়েছে। রেমিট্যান্সও ভালো একটা অবস্থানে আছে। সব মিলিয়ে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা ভালো একটা অবস্থানে আছি।

প্রতিমন্ত্রী বলেন, আজকের প্রকল্পটি নান্দনিক ও টেকসই হবে। আপনারা আসুন আমাদের রিসোর্টগুলো দেখুন। আপনারা আসলে অনুভব করবেন যে পর্যটন করপোরেশনের একটি স্বতন্ত্র রয়েছে তাই এখানে পাবেন। এখানে আসবেন পর্যটন করপোরেশনের খাবার খাবেন। পর্যটন করপোরেশনের ঐতিহ্য পুনরুদ্ধারে আমরা কাজ করছি। এ নিয়ে কোনো অভিযোগ থাকলে আমাদের বলবেন। সে অনুযায়ী আমরা দ্রুত ব্যবস্থা নেব।

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, আমরা বর্তমানে যেভাবে কাজ করছি সেভাবে আগে চিন্তা করা হয়নি বলে পর্যটন খাত এগিয়ে যায়নি। আমাদের পাহাড় আছে, চা বাগান আছে। বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূতরা এ চা বাগান দেখে অভিভূত। সুন্দরবন, বন, নদী দেখে তারা বলেছে তারা অভিভূত। অনেকে সৌদি আরবে নবীজীর (স.) রওজা দেখতে যান। আমাদেরও আছে খানজাহান আলীর মাজার।

পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আলী কদরের সভাপতিত্বে বক্তব্য দেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, অতিরিক্ত সচিব মোহাম্মদ উল্লাহ ও গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ