বঙ্গবন্ধু শুধু স্বাধীন করেননি, দেশ গড়ার দিকনির্দেশনাও দিয়ে গেছেনঃ মোজাম্মেল হক
নিউজ ডেস্ক:
|
স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণকে উজ্জীবিত করেছেন, নিজে স্বাধীনতার স্বপ্ন দেখেছেন এবং এই বাংলার মানুষকে স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধু শুধু দেশ স্বাধীনই করেননি, দেশ কীভাবে চললে উন্নত ও মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে তার পরিপূর্ণ দিকনির্দেশনাও দিয়ে গেছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে প্রকাশিত স্মারকগ্রন্থ "আমি তোমাদেরই লোক"-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন। আ.ক.ম. মোজাম্মেল হক বলেন,আজ বঙ্গবন্ধু বেঁচে নেই। কিন্তু তার আদর্শ আমাদের মাঝে হাজার বছর বেঁচে থাকবে। তার স্বপ্ন ও আদর্শ ধারণ করেই আমাদের কাজ করে যেতে হবে। মোজাম্মেল হক বলেন, আমরা দূর্ভাগা জাতি। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারাই আজ ইতিহাস বিকৃত করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী টিপু মুনশি, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তাপন কান্তি ঘোষ।
নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |