বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে সর্বস্তরের শোকার্ত মানুষ
নিউজ ডেস্ক:
|
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতি। কালো ব্যাচ ধারণ করে শোকের আবহ নিয়ে ফুল দিয়ে বাংলাদেশের স্বাধীনতার স্থপতিকে শ্রদ্ধা জানাচ্ছেন হাজারো মানুষ। আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালির শোকের দিন। ১৯৭৫ সালের এদিনে ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের মানুষ হারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৫ আগস্ট কালরাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা, সরকারি কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। পরে ধানমন্ডি ৩২ নম্বরে শোকার্ত মানুষের ঢল নামে। তাঁরা ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের মধ্যে অনেকেই কালো পোশাক পরেছেন। সবাই ধারণ করেছেন কালো ব্যাচ। তাঁরা বলছেন, ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তিনি স্থান নিয়েছেন বাংলাদেশের মানুষের হৃদয়ে। তাঁর স্বপ্ন, তাঁর আদর্শ চির সমুন্নত হয়ে থাকবে। জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারিভাবে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। শোকের মাস আগস্টের শুরু থেকেই মাসব্যাপী কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। নিউজ ডেস্ক| দৈনিক আজবাংলা |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |