পুরস্কার নিতে লন্ডনে ডা. জাফরুল্লাহ চৌধুরী
নিউজ ডেস্ক:
|
যুক্তরাজ্যে হাউজ অব কমন্সে এনআরবি পুরস্কার গ্রহণের জন্য লন্ডন গেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ শুক্রবার সকাল ৮টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ২৯ মার্চ দুপুরে আধুনিক গণতন্ত্রের সূতিকাগার হাউজ অব কমন্সে সাবেক অর্থমন্ত্রী স্টিফান টিমসের ব্যবস্থাপনায় ‘স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ (লন্ডনভিত্তিক প্রবাসী পেশাজীবীদের আন্তর্জাতিক সংগঠন) একটি অনুষ্ঠানের আয়োজন করছে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘এনআরবি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার স্ত্রী শিরিন হক এবং ছেলে বারিশ হাসান চৌধুরী। লন্ডন সফর শেষে আগামী ১৬ এপ্রিল তিনি বাংলাদেশে ফিরবেন। সেখানে বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন নাগরিক সমাবেশ ও আন্তর্জাতিক হেল্থ সেমিনারে বক্তব্য রাখবেন তিনি। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |