বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

পুতিনের ওপর আস্থা রয়েছে ৮১ শতাংশ রুশেরঃ জরিপ
নিউজ ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৩ রাত | অনলাইন সংস্করণ
পুতিনের ওপর আস্থা রয়েছে ৮১ শতাংশ রুশেরঃ জরিপ

ছবি । সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি দেশটির জনগণের আস্থা এক সপ্তাহে ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, পুতিনের ওপর আস্থা রয়েছে দেশটির ৮১ দশমিক ৫ শতাংশ মানুষের। খবর তাসের।

গত ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালিয়েছে অল-রাশিয়ান পাবলিক অপিনিয়ন রিসার্চ সেন্টার। এতে অংশ নেন ১৮ বছর বয়সোর্ধ্ব ১ হাজার ৬০০ জন রুশ নাগরিক।

গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়েছে জরিপের ফলাফল। এতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিনের ওপর আস্থা রয়েছে কি না জানতে চাইলে অংশগ্রহণকারীদের মধ্যে ৮১ দশমিক ৫ শতাংশই ইতিবাচক জবাব দিয়েছেন। এক সপ্তাহে তার জনসমর্থন বেড়েছে ১ দশমিক ২ শতাংশ পয়েন্ট।

এছাড়া রুশ প্রেসিডেন্টের কাজের প্রতি সমর্থন রয়েছে ৭৮ দশমিক ৩ শতাংশ অংশগ্রহণকারীর। এক সপ্তাহের ব্যবধানে এর হার বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ।

জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, রুশ সরকারের কাজে সমর্থন জানিয়েছেন ৫১ দশমিক ৬ শতাংশ অংশগ্রহণকারী (আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ০.৯ শতাংশ)।

রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের কার্যকলাপ সমর্থন করেছেন ৫২ দশমিক ৫ শতাংশ মানুষ (এক সপ্তাহে বেড়েছে এক শতাংশ)। আর তার ওপর আস্থা রয়েছে ৬৩ দশমিক ৩ শতাংশ লোকের (বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ)।

প্রতিবেদনে রুশ পার্লামেন্টের অন্য নেতাদের বিষয়ে জনগণের মতামতও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সিপিআরএফ নেতা গেনাডি জিউগানোভের ওপর আস্থা রাখেন ৩২ দশমিক ৯ শতাংশ মানুষ, এ জাস্ট রাশিয়া ফর ট্রুথের নেতা সের্গেই মিরোনভকে ৩০ শতাংশ, দ্য নিউ পিপল দলের নেতা অ্যালেক্সি নেচায়েভকে ৯ দশমিক ১ শতাংশ এবং এলডিপিআরের নেতা লিওনিড স্লাতস্কির ওপর আস্থা রয়েছে রাশিয়ার ১৮ দশমিক ৭ শতাংশ মানুষের। এর মধ্যে নেচায়েভ ছাড়া বাকি সবারই জনসমর্থন বেড়েছে।

দলীয় সমর্থনের ক্ষেত্রে ৪০ দশমিক ৭ শতাংশ মানুষ মত দিয়েছেন ইউনাইটেড রাশিয়া পার্টির পক্ষে। এছাড়া সিপিআরএফ’কে ১০ দশমিক ৩ শতাংশ, দ্য নিউ পিপল পার্টিকে ৪ দশমিক ১ শতাংশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি অব রাশিয়াকে ৭ দশমিক ৫ শতাংশ এবং এ জাস্ট রাশিয়া ফর ট্রুথকে সমর্থন জানিয়েছেন ৫ দশমিক ৮ শতাংশ মানুষ।

 

নিউজ ডেস্ক | দৈনিক আজবাংলা

 

« পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ »






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ক্যাটেগরির আরো সংবাদ